শিরোনাম
১ অক্টোবর, ২০২০ ১৮:৪৪

সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলো বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট

নিজস্ব প্রতিবেদক

সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর 
জন্মদিন পালন করলো বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট

সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করলো বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। আজ দুপুরে পশ্চিম মেরুল বাড্ডা, হাতিরঝিলে ঢাকাস্থ জুম বাংলাদেশ স্কুলের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি।

সুবিধা বঞ্চিত শিশুরা নেচে গেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে। কেক কাটা, মুরগী পোলাও, কোক, পানিসহ খাবারের সকল জিনিসপত্র ২০০ শত সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বিতরণ করে। 

সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুন সরকার রানা। বক্তব্য রাখেন জোটের সহ সভাপতি খ্যাতিমান অভিনেত্রী অরুনা বিশ্বাস, জোটনেত্রী নাট্যশিল্পী তানভীন সুইটি, চিত্রনায়িকা শাহনুর, মোত্তাছিম বিল্লাহ, কন্ঠশিল্পী করিম খান।

অরুনা বিশ্বাস বলেন, জননেত্রী শেখ হাসিনাই হচ্ছেন বাঙালি জাতির বাতিঘর। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। জননেত্রী শেখ হাসিনার কারণেই আজ বাংলাদেশ বিশে^ রোল মডেলে পরিণত হয়েছে। তানভীন সুইটি বলেন, বাঙালি জাতি যেমন বঙ্গবন্ধুর ঋণ কখনো শোধ করতে পারবে না, তেমনি জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন করেছেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন, যুদ্ধাপরাধীদের বিচার করেছেন, জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছেন। চিত্রনায়িকা শাহনুর বলেন, জননেত্রী শেখ হাসিনা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রতীক। বাঙালি জাতির ভালবাসার প্রতীক। 

অরুন সরকার রানা বলেন, শেখ হাসিনা সবকিছু হারিয়ে বাঙালি জাতির ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি যদি এদেশে ফিরে না আসতেন বাঙালি জাতির কলঙ্ক কখনো মুখে যেতো না।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর