১৯ অক্টোবর, ২০২০ ১৯:২১

ধর্ষণের ঘটনায় সালিশ ফৌজদারি অপরাধ ঘোষণা করতে রিট

অনলাইন ডেস্ক

ধর্ষণের ঘটনায় সালিশ ফৌজদারি অপরাধ ঘোষণা করতে রিট

ধর্ষণের ঘটনা সালিশের মাধ্যমে মিমাংসাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে রিটটি করা হয়। ওই রিটের পক্ষে রয়েছেন আইনজীবী ইয়াদিয়া জামান ও আইনজীবী শাহিনুজ্জামান।

রিটে ধর্ষণের মামলা ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তি এবং বিচার শুরুর পর থেকে নিষ্পত্তি না হওয়া পাওয়া পর্যন্ত টানা বিচারের বিধান কার্যকরের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০(৬) ধারা অনুযায়ী ধর্ষণ মামলার বিচার রুদ্ধদ্বার কক্ষে যে হতে পারে, তা বিচার শুরুর আগেই প্রত্যেক ভিকটিমকে জানানোর নির্দেশনা চাওয়া হয়েছে।

সেই সাথে গত ৫ থেকে ১০ বছরে সারা দেশে ধর্ষণসহ যৌন নির্যাতনের কতগুলো মামলা হয়েছে এবং কতগুলো মামলা বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে তার তথ্য জানানোরও নির্দেশনা চাওয়া হয়েছে এই রিট আবেদনে।

আইন, স্বরাষ্ট্র, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রিটে বিবাদি করা হয়েছে।

এর আগে গত ১৩ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী ইয়াদিয়া জামান ধর্ষণের মামলায় আইন ও হাই কোর্টের নির্দেশনার বাস্তবায়ন চেয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠান।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর