প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্তান হিসেবে বাবার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে) সঙ্গে দেখা হতো কারাগারে। খুব অল্প সময়ে তাকে আমরা কাছে পেয়েছিলাম। এজন্য বাবার স্নেহ ভালবাসা খুব অল্পই আমরা পেয়েছি।
আজ শনিবার মুজিববর্ষ উপলক্ষে সচিবদের গৃহহীন মানুষকে ঘর উপহার দেওয়ার কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
এসময়ে প্রধানমন্ত্রী বলেন, বিত্তবানদের নিজ এলাকার দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সম্মিলিতভাবে সবাই কাজ করলে দেশে দারিদ্র্য থাকবে না।
আজকের অনুষ্ঠানে গৃহহীন ১৬০টি পরিবারের জন্য ঘরের চাবি হস্তান্তর করেন সচিবরা।
বিডি প্রতিদিন/আবু জাফর
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        