সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের সদস্য সাবেক প্রধান প্রকৌশলী মো. জাওয়েদ আলম ও তার স্ত্রী আনোয়ারা বেগমের বিদেশ যাত্রায় যে বাধা ছিল, তার ওপর হাই কোর্টের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেনি আপিল বিভাগ।
বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারপতি মো. নূরুজ্জামান দুদকের আবেদনে কোন আদেশ না দিয়ে আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন। এ আদেশের ফলে ওই দম্পতির বিদেশ যাত্রায় আর কোন বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।
আদালতে দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশীদ আলম খান ও মো. জাওয়েদ আলম ও তার স্ত্রীর পক্ষে হাই কোর্টের সাবেক বিচারপতি ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন শুনানি করেন।
পরে আলতাফ হোসেন বলেন, এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে ২০১৮ সালের ২০ জুন মো. জাওয়েদ আলম ও তার স্ত্রী আনোয়ারা বেগমের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠায় দুদক। এই সময়ের মধ্যে সম্পদের বিবরণী দাখিল করলেও ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি আবারও সম্পদের বিবরণী চেয়ে নোটিশ পাঠানো হয়। চলতি বছরের ৮ জানুয়ারি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে আবেদনকারীরা জানতে পারেন তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিষয়টি নিয়ে তারা হাই কোর্টে আসলে গত ৮ সেপ্টেম্বর হাই কোর্ট দুদকের নিষেধাজ্ঞার আদেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। দুদক হাই কোর্টের আদেশ চ্যালেঞ্চ করে সম্প্রতি আপিল বিভাগে আবেদন করেছি। বৃহস্পতিবার আদালত কোন আদেশ না দিয়ে আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। ফলে তাদের বিদেশ যাত্রায় আর বাধা নেই।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন