মোহাম্মদ নাসিম ছিলেন সকল ধর্ম মতের মানুষের একটি আস্থার জায়গা। যে কোন প্রয়োজনে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আওয়ামী লীগের সংকটকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকেছেন। তার পিতার মতো তিনিও আমৃত্যু বাংলাদেশ আওয়ামী লীগের সাথে, শেখ হাসিনার সাথে বিশ্বাসঘাতকতা করেননি।
শনিবার দুপুরে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
কাজীপুর সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখা এই সভার আয়োজন করেন। স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ কুমার রায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিন্দু কল্যাণ ট্রাস্ট বোর্ডের সদস্য অসীম কুমার সরকার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফুল তালুকদার, মোরশেদ কামাল, ঢাকা দক্ষিণ সিটির ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন নাসিমপুত্র জাতীয় সংসদের আসন্ন উপ-নির্বাচনে নৌকার প্রার্থী তানভির শাকিল জয়।
এসময় বক্তারা নাসিমের আসনে আসন্ন সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে মোহাম্মদ নাসিমপুত্র তানভির শাকিল জয়কে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, পিতার অসমাপ্ত কাজগুলো শেষ করতে এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আপনারা জয়কে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাজিপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিকের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পবিত্র কুমার সাহা সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, সাবেক সম্পাদক আবু জাফুর মন্ডল, সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইউনুস উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত