৩ ডিসেম্বর, ২০২০ ১৬:২১

আট বছর পর গোল্ডেন মনিরের বিরুদ্ধে চার্জশিট দুদকের

সাখাওয়াত কাওসার

আট বছর পর গোল্ডেন মনিরের বিরুদ্ধে চার্জশিট দুদকের

২০১২ সালে প্রথম মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন-দুদক। তবে রিট করে থামিয়ে দেয়া হয় মামলার তদন্তকাজ। তাতেও শেষ রক্ষা হয়নি মনিরের। অবশেষে আট বছর পর গোল্ডেন মনিরের অবৈধ সম্পদের মামলার অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন। দুদকের তদন্তকারী কর্মকর্তা মোশাররফ হোসেন মৃধার প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে বৃহস্পতিবার কমিশন এ মামলার অভিযোগপত্র অনুমোদন দেয়।  শিগগিরই বিচারিক আদালতে তা জমা দেয়া হবে।

২০১২ সালে দুদক প্রথম গোল্ডেন মনিরের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা করে।  তাতে ২০০৯ সাল পর্যন্ত তার ৩ কোটি ১০ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রাথমিক প্রমাণ দেয়া হয়। পরে এ মামলার বিরুদ্ধে মনির উচ্চ আদালতে রিট করলে তদন্ত কাজ স্থগিত থাকে। ২০১৮ সালে স্থগিতাদেশ প্রত্যাহার হলে মামলার তদন্ত শুরু হয়। তদন্তে তার ওই টাকার কোনে বৈধ উৎস খুঁজে না পাওয়ায় অভিযোগপত্র দেয়ার সিদ্ধান্ত নেয় সংস্থাটি।  

দুদকের সচিব দিলোয়ার বখত জানিয়েছেন, তার বিরুদ্ধে ২০১২ সালের মামলার অভিযোগপত্র দেয়া হলেও নতুন করে তার বিরুদ্ধে সম্পদের অনুসন্ধান চলছে।

বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর