ভাস্কর্যের বিরোধিতা করে যে ভাষায় বক্তব্য আসছে, সেটা ইসলামের ভাষা নয় বলে মন্তব্য করেছেন ইউনাইটেড ইসলামিক পার্টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ইস্যুতে বিরোধিতাকারী কওমি মাদ্রসাকেন্দ্রিক রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তারা এই মন্তব্য করেন।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভাস্কর্য নিয়ে অপব্যাখ্যার প্রতিবাদে’ মানববন্ধন থেকে তারা এসব কথা বলেন।
বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসেন বলেন, 'এ দেশে অনেক ভাস্কর্য আছে। স্বাধীনতার পর থেকে প্রত্যেকটি উপজেলায় ও জেলায় ভাস্কর্য তৈরি হয়েছে। সেগুলো নিয়ে তো কোনও হুংকার শুনলাম না? ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ, সেখানেও অনেক ভাস্কর্য আছে। পাকিস্তানেও আছে, ইরানেও আছে।’
মাওলানা ইসমাইল বলেন, ‘যারা হুংকার দিয়ে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছেন, তাদের মনে রাখতে হবে, হুংকার দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে বোঝাতে হবে।’
এসময় তারা ভাস্কর্য ইস্যুতে বাড়াবাড়ি না করে দেশে শান্তি প্রতিষ্ঠা করার আহ্বান জানায়। কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয় এই মানববন্ধন থেকে।
বিডি প্রতিদিন/এ মজুমদার