অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের এমপি শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আজ রবিবার (১৩ ডিসেম্বর) এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা মামলার প্রতিবেদন দাখিল করেননি। ফলে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ।
গত ১২ নভেম্বর একই আদালত এ মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য ১৩ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছিল।
এর আগে গত ১১ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে এ মামলা করেন। মামলার আসামিরা হলেন পাপুল, তার স্ত্রী সেলিনা, মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিন আক্তার। মামলায় তাদের বিরুদ্ধে ২ কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ আর ১৪৮ কোটি টাকার অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।
অর্থ ও মানবপাচারের অভিযোগে কুয়েতের কারাগারে রয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) শহিদ ইসলাম পাপুল।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ