১৭ জানুয়ারি, ২০২১ ২২:৩২

করোনার কারণে জাতীয় কবিতা উৎসব স্থগিত

অনলাইন ডেস্ক

করোনার কারণে জাতীয় কবিতা উৎসব স্থগিত

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে এ বছরের জাতীয় কবিতা উৎসব স্থগিত করা হয়েছে। আজ রবিবার জাতীয় কবিতা পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় কবিতা উৎসব স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় কবিতা পরিষদ। এতে জানানো হয়, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি তারিক সুজাতের পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, করোনা উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় কবিতা উৎসব-২০২১, ১ ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে না। পরবর্তী সময়ে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে উৎসবের তারিখ ও সময় জানানো হবে। 

স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রেক্ষাপটে ১৯৮৭ সালে যাত্রা শুরু হয় জাতীয় কবিতা উৎসবের। এরপর প্রতিবছর ১ ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে আসছিল এই উৎসব। অমর একুশে গ্রন্থমেলার পাশাপাশি এ উৎসবও সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম অনুষঙ্গ। তবে করোনা পরিস্থিতিতে এবার বইমেলাও ১ ফেব্রুয়ারি থেকে হচ্ছে না।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর