১৮ জানুয়ারি, ২০২১ ১২:৩১

সাড়ে ৫ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল স্বাভাবিক

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সাড়ে ৫ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের শিমুলিয়া-মাদারিপুরের বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। 

পদ্মা নদীতে নৌযান চলাচলের পথে ভোররাত সাড়ে ৪টা থেকে ঘন কুয়াশা বাড়তে থাকলে দুর্ঘটনা এড়াতে সোমবার ভোর পাঁচটা থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করেন ফেরি মাস্টার ও বিআইডব্লিউটিসি'ঘাট কর্তৃপক্ষ। বেলা সাড়ে ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়।  

দুই ঘাটে প্রায় ৬ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় থাকে। কুয়াশা কমতে শুরু করলে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় যানবাহনের চাপ কমে আসে। 

বর্তমানে শিমুলিয়াঘাট ও বাংলাবাজার নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে। শিমুলিয়া ঘাটের ম্যারিন কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শিমুলিয়া ঘাট এলাকায় পারের অপেক্ষায় আছে প্রায় দুই শতাধিক যাত্রীবাহী ছোট ও পণ্যবাহী যানবাহন। ফেরি পারাপার স্বাভাবিক হওয়ায় যাত্রী ও যানবাহনের চাপ কমে আসছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর