১৮ জানুয়ারি, ২০২১ ২০:১৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক সানাউল হক

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক সানাউল হক

এম সানাউল হক। ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক হলেন তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা এম সানাউল হক। আজ সোমবার তিনি নিজে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এম সানাউল হক জানান, আজ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে নিয়োগ সংক্রান্ত অফিস আদেশ এসেছে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দেয়া হয়। এর আগে থেকেই তিনি সহ-সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন।

২০২০ সালের ২৯ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান মারা যান।  

এর আগে এম আব্দুল হান্নান খানকে গত ২৭ নভেম্বর ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। পরে তার করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তিনি রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মানবতাবিরোধী অপরাধের বিচার করতে ২০১০ সালের ২৫ মার্চ গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিনই তদন্ত সংস্থাও গঠন করা হয়। সেসময় তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে যোগ দেন এম সানাউল হক।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর