বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডেপুটি গভর্নর আহমেদ জামাল। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিেছে বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর আর্টিকল ৯(৩)(বি) ও ১২ (১)(বি) ধারা অনুযায়ী আহমেদ জামালকে পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী তিন বছর এ পদে বহাল থাকবেন।’
জনস্বার্থে এ নিয়োগ শিগগিরই কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়।
এর আগে ২০১৮ সালের মার্চে স্বেচ্ছায় অবসর নেওয়া ও অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান আহমেদ জামাল।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ