চলমান শুষ্ক মৌসুমকে কাজে লাগিয়ে চলতি (২০২১) বছরের মধ্যে নদী খনন কাজ দ্রুত শেষ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে খননকৃত মাটি ও বালু দ্বারা পুনরায় নদী ভরাট হওয়া রোধে নদীর তীর থেকে কমপক্ষে ১০০ মিটার বা নদী ভেদে ৫০০ থেকে ১০০০ মিটার দূরুত্বে নদী থেকে উত্তোলিত মাটি ও বালু ফেলার ব্যবস্থা নিশ্চিত করার সুপারিশ করা হয়। এছাড়া পানি উন্নয়ন বোর্ডকে অধিদপ্তর করার সুপারিশ করে কমিটি।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত ‘পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১৬তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, এ. এম. নাঈমুর রহমান, সামশুল হক চৌধুরী এবং নুরুন্নবী চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে পানি উন্নয়ন বোর্ডের জনবল সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠকে জানানো হয়, সরকারের ডেল্টা প্ল্যান বাস্তবায়নে পানি সম্পদ মন্ত্রণালয়ে দক্ষ ইঞ্জিনিয়ার প্রয়োজন। কমিটি পানি উন্নয়ন বোর্ডের সার্বিক কার্যক্রমের উন্নয়নের লক্ষ্যে একে অধিদপ্তরে পরিণত করার পাশাপাশি পানি মন্ত্রণালয়ের বাজেট বাড়ানোর সুপারিশ করা হয়। বৈঠকে খুলনার কয়রা, নোয়াখালী ও ভোলা জেলার বাঁধগুলি উঁচুকরণ ও মূল ভূ-খন্ড সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হয়।
বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন