স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে বাংলাদেশ। সেই সুপারিশপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত হয়েছেন। এসময় তার সঙ্গে অর্থমন্ত্রী ছাড়াও বঙ্গবন্ধুর কনিষ্ঠ তনয়া শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন মুখ্য সচিব আহমদ কায়কাউস। প্রধানমন্ত্রীর হাতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশপত্র তুলে দেন অর্থমন্ত্রী।
বিডি প্রতিদিন/আরাফাত