বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২১-২৩ সালের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার।
বুধবার দুপুরে তার সই করা দরখাস্ত জমা দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিজিএমইএ’র সভাপতি রুবানা হক।
দরখাস্তে ফরহাত আনোয়ার বলেছেন, ‘ব্যক্তিগত কারণে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারব না। আশা করছি বিজিএমইএ নির্বাচন সফলতার সঙ্গে সম্পন্ন হবে।’
এছাড়া নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে দায়িত্ব দেওয়ায় সভাপতিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত, আমি নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে নির্বাচন পরিচালনার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি।’
বিজিএমইএ’র নির্বাচন আগামী ৪ এপ্রিল রাজধানীর হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন এবং চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয়ে এক যোগে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১২ জানুয়ারি ২০২১-২৩ সালের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা বোর্ড।
বিডি প্রতিদিন/আরাফাত