পুরো রাজধানী সেজেছে বর্ণিল সাজে। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা একযোগে রাত বারোটায় কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন। গেল রাতে ফানুস আর বাহারি আতশবাজি উপভোগ করতে, মধ্যরাতেও উপচে পড়া ভিড় ছিলো জনসাধারণের।
জানা গেছে, হাতিরঝিলে ওড়ানো হয় ১০১টি ফানুশ। এছাড়া ঘড়ির কাটায় রাত ১২টা বাজতেই রাতের আকাশ জুড়ে আতশবাজির ঝলকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করে ঢাকাবাসী।
ঢাকা উত্তর সিটির (ডিএনসিসি) আয়োজনে বিশিষ্টজনের পাশাপাশি ছিলো সাধারণ মানুষের উপস্থিতি। মধ্যরাতেও অনেকেই সপরিবারে শরিক হন এ আয়োজনে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে লাল সবুজের আলোয় রাতের ঢাকা হয়ে উঠে এক টুকরো বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/শফিক