‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ১০ দিনের অনুষ্ঠান আজ বুধবার বিকেলে শুরু হয়েছে। এতে উপস্থিত আছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা।
এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিমানবাহিনীর তৈরি বিশেষ ভিডিও প্রকাশ করা হয়। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, কানাডার রাষ্ট্রপতি জাস্টিন ট্রুডো, জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগার ভিডিও বার্তা প্রকাশ করা হয়।
জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনে জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম এতে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করছেন স্বনামধন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে সংস্কৃতিবিষয়ক উপকমিটির সভাপতি আসাদুজ্জামান নূর।