গত ৫০ বছরে বাংলাদেশের উন্নতি প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও বাংলাদেশের অগ্রযাত্রায় কানাডা পাশে থাকবে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বঙ্গবন্ধুকে স্মরণ করে তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আমার বাবার খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।’
‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ১০ দিনের অনুষ্ঠান আজ বুধবার বিকালে শুরু হয়। এসময় ভিডিও বার্তায় এসব কথা জানান কানাডার প্রধানমন্ত্রী। ট্রুডো বলেন, আমি সব সময়ই গর্ববোধ করি, আজ থেকে ৫০ বছর আগে বিশ্বের অল্প যে ক’টি দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, কানাডা তাদের একটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা।
বিডি-প্রতিদিন/শফিক