আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় যশোর পৌরসভার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী মারুফুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাবে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত প্রার্থী যশোর নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম নিজেও উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস ইসলাম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব সাবেরুল হক সাবুসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। চলমান পৌরসভা নির্বাচনের মধ্যে তা আবারও স্পষ্ট হয়ে গেছে। এ কারণে বর্তমান সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে বিএনপি আর কোনও নির্বাচনে অংশ নেবে না।
জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবু বলেন, দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জেলা বিএনপি সভা করে যশোর পৌরসভার নির্বাচন থেকে দলীয় মেয়রপ্রার্থীর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
বিডি প্রতিদিন/কালাম