আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধুর আজীবন সংগ্রাম ও দুরদর্শী নেতৃত্বেই পৃথিবীর মানচিত্রে সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
মঙ্গলবার বিকালে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্বাধীনতার সবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে সান্তাহার স্বাধীনতা চত্বরে এক বিশাল কর্মী সভায় প্রধান অতিথির এসব কথা বলেন।
আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কুদরত-ই-এলাহী কাজলের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রদীপ কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, দপ্তর সম্পাদক আলরাজি জুয়েল, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরু, সদস্য আশরাফুল ইসলাম মন্টু, ছাত্রলীগ সভাপতি নাঈমুর রহমান তিতাস, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, শ্যামল কুমার মোহন্ত, উপজলো মহিলা আওয়ামী লীগের সভাপতি মনজু আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, মোশারফ হোসেন, সুমিনুল ইসলাম সুমন, পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত