১৩ এপ্রিল, ২০২১ ১৫:৪১

লকডাউনে বের হতে মুভমেন্ট পাসের জন্য প্রথম ঘণ্টায় আবেদন ১ লাখ ২৫ হাজার

অনলাইন ডেস্ক

লকডাউনে বের হতে মুভমেন্ট পাসের জন্য প্রথম ঘণ্টায় আবেদন ১ লাখ ২৫ হাজার

লকডাউনে জরুরি প্রয়োজনে বের হতে মুভমেন্ট পাসের জন্য প্রথম ঘণ্টায় ১ লাখ ২৫ হাজার মানুষ আবেদন করেছেন।

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্সে এই ‘মুভমেন্ট পাস’ অ্যাপ্লিকেশনটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। উদ্বোধনের পর প্রথম এক ঘণ্টায় তারা ওই আবেদন করলেন। অর্থাৎ প্রতি মিনিটে ১৫ হাজার আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

মুভমেন্ট পাস’র জন্য  আবেদন করতে এখানে ক্লিক করুন।

করোনার (কোভিড-১৯) প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আগামীকাল (১৪ এপ্রিল) থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এই লকডাউনের সময় জরুরি বাইরে যাওয়ার প্রয়োজন হলে, পুলিশের কাছ থেকে ‘মুভমেন্ট পাস’ নিতে হবে। 

এই পাসধারী ব্যক্তি সড়কে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। তবে এই পাস সবাইকে দেওয়া হবে না। শুধু জরুরি সেবার প্রয়োজনে এই পাস দেওয়া হবে।  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর