২২ এপ্রিল, ২০২১ ২০:৩৮

ফর্মুলা গোপন রাখার শর্তে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের টিকা উৎপাদন চুক্তি

অনলাইন ডেস্ক

ফর্মুলা গোপন রাখার শর্তে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের টিকা উৎপাদন চুক্তি

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, এবার বাংলাদেশে করোনার টিকা উৎপাদন হতে যাচ্ছে। রাশিয়ার সঙ্গে যৌথভাবে করোনাভাইরাসের টিকা উৎপাদনের জন্য চুক্তি সই করেছে বাংলাদেশ। তবে বাংলাদেশকে শর্ত দিয়েছে রাশিয়া। টিকা উৎপাদনের ফর্মুলা বাংলাদেশ কাউকে দেখাতে পারবে না।

আজ বৃহস্পতিবার নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, তারা (রাশিয়া) জানিয়েছে, যৌথভাবে টিকা উৎপাদন হতে পারে। তবে বাংলাদেশকে একটা কাজ করতে হবে। টিকা উৎপাদনের ফর্মুলা বাংলাদেশ কাউকে দেখাতে পারবে না। এই শর্তে আমরা চুক্তি সই করেছি। বিভিন্ন রকমের আনুষ্ঠানিক দলিলে সই করেছি। রাষ্ট্রীয় পর্যায়ে যৌথ উৎপাদনের বিষয়ে চুক্তিটা হয়েছে।

তিনি আরও জানান, রাশিয়ার সঙ্গে যৌথভাবে টিকা উৎপাদনের পাশাপাশি বাণিজ্যিকভাবেও বাংলাদেশ টিকা কিনবে তাদের থেকে। মস্কো ও ঢাকা এ বিষয়ে সম্মত হয়েছে। এতে আমরা সেটা তৃতীয় দেশেও বিক্রি করতে পারব। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর