হেফাজতের সাম্প্রতিক সহিংসতায় জামায়াতসহ বিভিন্ন গোষ্ঠীর অনুপ্রবেশ ঘটেছিল দাবি করে এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
আবু রেজা নদভী বলেন, আল্লামা আহমদ শফীর জানাজায় লাখো মানুষ সমবেত হয়েছিল। একটি জানাজায় সবাই যেতে পারবে, কারো জন্য বাধা নেই। কিন্তু আমি আল্লামা শফীর একজন ঘনিষ্ট হয়েও আমাকে আমাকে জানাজায় যেতে বাধা দেওয়া হয়েছে। হরকাতুল জিহাদ এবং মানহাজি গ্রুপ এ বাধা দিয়েছে। আমাকে বলা হল, আপনি জানাজায় যেতে পারবেননা। যেতে হলে আমিরুল মুমিনিনের অনুমতি লাগবে। আমিরুল মুমিনিন কে? আমিরুল মুমিনিন নাকি জুনায়েদ বাবুনগরী। বারবার অনুমতি চেয়েছি, কিন্তু তিনি অনুমতি না দেওয়ায় পরে আমি জানাজা না পড়ে চলে এসেছি।
এসময় আল কায়েদা ও আইএসের আদর্শে গড়ে ওঠা নতুন গোষ্ঠী মানহাজিদের সম্পর্কে সংসদকে জানান তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত