২১ জুন, ২০২১ ২৩:৪৭

বেজার নতুন নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন

অনলাইন ডেস্ক

বেজার নতুন নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন

শেখ ইউসুফ হারুন (ফাইল ছবি)

অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। তাকে তিন বছরের জন্য এই নিয়োগ দিয়ে আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৯ ধারা অনুযায়ী অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুনকে তার অভোগকৃত অবসর ছুটি এবং সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ৬ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে বেজা’র নির্বাহী চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।।
 
২০১৯ সালের ৩০ ডিসেম্বর শেখ ইউসুফ হারুনকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিবের পদ থেকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছিল। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক হিসেবে তিন বছরেরও বেশি সময় কাজ করেন।
 
বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর