সারাদেশের আদালত থেকে যেসব আসামি জামিন পেয়েছেন করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে তাদের জামিনের মেয়াদ আগামী এক মাসের জন্য বাড়ানো হয়েছে।
দেশের করোনা পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। রবিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।
প্রজ্ঞাপনের কপি আইন মন্ত্রণালয়ের সচিব, সুপ্রিম কোর্টের জেনারেল অফিস, সারাদেশের বিভিন্ন আদালতসহ সংশ্লিষ্ট ২০ জায়গায় পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন