বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা খুররম খান চৌধুরী হৃদরোগ ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। খুররম খান চৌধুরীর ছেলে নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসের খান চৌধুরী বাবার রোগমুক্তি কামনায় দেশবাসী তথা নান্দাইল ও ঈশ্বরগঞ্জের সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
খুররম খান চৌধুরী বিএনপির নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক, নান্দাইল উপজেলা বিএনপির সভাপতি ও ৪ বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য। বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী গত ৮ জুলাই হৃদরোগ ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ