২২ সেপ্টেম্বর, ২০২১ ২২:০৬

নমুনা পরীক্ষায় ‘উত্তীর্ণ’ ৪৬ প্রবাসী আমিরাতে গেলেন

অনলাইন ডেস্ক

নমুনা পরীক্ষায় ‘উত্তীর্ণ’ ৪৬ প্রবাসী আমিরাতে গেলেন

সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগে করোনার নমুনা পরীক্ষা করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ৪৬ জন প্রবাসী কর্মী গেছেন সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮৭) ফ্লাইট যোগে তারা আমিরাতের উদ্দেশে রওনা দেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগে নমুনা পরীক্ষা করিয়ে ৪৬ জন যাত্রী আমিরাতের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেছেন। যদিও ৫০ জন যাত্রীর যাওয়ার কথা ছিল। কিন্তু আমিরাত ছয় ঘণ্টা আগে নমুনা পরীক্ষার সময় বেধে দেয়। নির্ধারিত সময়ের মধ্যে ৪৬ জন যাত্রী উপস্থিত থাকায় তাদের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। পরীক্ষায় সকল যাত্রীর করোনা নেগেটিভ এসেছে। ইউএইতে পৌঁছানোর আবারও তাদের করোনা পরীক্ষা করা হবে।

এদিকে, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস বিমানবন্দর পরিদর্শন করেন। সেখানে আরটি-পিসিআর ল্যাবরেটরি বিমানবন্দরের কার পার্কিং এলাকার বদলে ভেতরে স্থাপনের নির্দেশনা দেন তিনি।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর