আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্যই কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে। দেশের মানুষ যখন ঘুমিয়ে ছিল তখন কুমিল্লার ঘটনায় রাজনৈতিক স্বার্থে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে পরিকল্পিতভাবে লন্ডন থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।
গতকাল শনিবার দুপুরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে জামালপুর পৌরসভা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম এসব কথা বলেন।
শহরের মির্জা আজম অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জামালপুর পৌরসভার মেয়র মো: ছানোয়ার হোসেন ছানু সভাপতিত্ব করেন।