বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এবং ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে আজ বিএফটিআই-এর সম্মেলন কক্ষে আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যবসার উপর একাডেমিক কোর্স চালু করার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে প্রতিষ্ঠান দুটি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও মাস্টার্স প্রোগ্রাম, সার্টিফিকেট প্রোগ্রাম এবং ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের মতো শিক্ষামূলক কোর্সসমূহ যৌথভাবে পরিচালনা করবে। বিএফটিআই-এর পক্ষে ড. মো. জাফর উদ্দীন, সিইও, বিএফটিআই এবং ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে প্রফেসর ড. ভিনসেন্ট চ্যাং, ভাইস চ্যান্সেলর, ব্র্যাক ইউনিভার্সিটি এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী ও বিএফটিআই চেয়ারম্যান টিপু মুনশি এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ। অনুষ্ঠানে তামারা হাসান আবেদ, চেয়ারপার্সন, বোর্ড অব ট্রাস্টি, ব্র্যাক ইউনিভার্সিটি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিএফটিআইয়ের সিইও ড. মো. জাফর উদ্দীন স্বাগত বক্তব্যে প্রস্তাবিত পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা দেশের বাণিজ্য সংক্রান্ত নীতি নির্ধারক, ব্যবসায়ী এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের যুগোপযোগী আধুনিক ব্যবসায়িক শিক্ষা এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী বক্তব্যে ড. ভিনসেন্ট চ্যাং, ভাইস-চ্যান্সেলর, ব্র্যাক ইউনিভার্সিটি এ উদ্যোগের মাধ্যমে বাণিজ্য এবং বাণিজ্য-সম্পর্কিত/ইস্যুতে প্রতিষ্ঠা দুটির সক্ষমতা বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ বিএফটিআইকে বাণিজ্য মন্ত্রণালয়ের সেন্টার অফ এক্সিলেন্স অন ট্রেড অ্যান্ড কমার্স এবং একটি থিঙ্ক-ট্যাঙ্ক হিসেবে আখ্যা প্রদান করেন। তিনি আরও যোগ করেন, আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যবসায় প্রস্তাবিত পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বাণিজ্য পেশাজীবীদের আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যবসার ব্যবহারিক দিকগুলোতে জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি করবে।
বাণিজ্যমন্ত্রী এবং বিএফটিআই এর চেয়ারম্যান টিপু মুনশি এমপি বিএফটিআই এবং ব্র্যাক ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে শিক্ষামূলক কোর্স (পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, পরবর্তীতে মাস্টার্স) ও বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি চালু করার জন্য এবং বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসার উপর গবেষণা পরিচালনার জন্য প্রশংসা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে এবং দেশের আর্থ সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে, তিনি জানান যে সরকার দেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ এবং এলডিসি পরবর্তী বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সক্রিয় পদক্ষেপ নিচ্ছে। তিনি আসন্ন বাণিজ্য-সম্পর্কিত চ্যালেঞ্জসমূহ কাটিয়ে উঠতে বাণিজ্যে দক্ষ মানবসম্পদ তৈরির বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বিশ্বাস করেন যে, বিএফটিআই এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্দোগে প্রস্তাবিত পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা মানসম্মত শিক্ষা নিশ্চিত করবে এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দক্ষ জনশক্তি গড়ে তুলতে অবদান রাখবে।
তামারা হাসান আবেদ এ বিষয়ে আলোকপাত করেন যে, প্রস্তাবিত পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড বিজনেস বাণিজ্য পেশাজীবী, ব্যবসায়ী নেতা এবং নীতি নির্ধারকদের আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন বিষয়ে জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি করবে। বাংলাদেশ সরকারের অনুরূপ সকল উদ্যোগে ব্র্যাক পাশে থাকবে বলে তিনি জানান।
এএইচএম আহসান, ভাইস-চেয়ারম্যান, রপ্তানি উন্নয়ন ব্যুরো; মিসেস মালেকা খায়রুন্নেসা, অতিরিক্ত সচিব (প্রশাসন শাখা); নূর মো. মাহবুবুল হক, অতিরিক্ত সচিব (এফটিএ উইং); মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সচিব (রপ্তানি শাখা); এএইচএম শফিকুজ্জামান, অতিরিক্ত সচিব (আইআইটি উইং); মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সচিব (মহাপরিচালক), ডব্লিউটিও সেল; মো. মোশারফ হোসেন, অতিরিক্ত সচিব (পরিকল্পনা); জনাব সুলেমান খান, অতিরিক্ত সচিব (ডিটিও উইং); মো. মনসুর আলম, অতিরিক্ত সচিব (প্রশাসন উইং); শেখ শোয়েবুল আলম, রেজিস্ট্রার, (অতিরিক্ত সচিব), রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মসের অফিস; ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, চেয়ারম্যান, টিসিবি এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং বিএফটিআইয়ের কর্মকর্তারা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি বিএফটিআইয়ের ত্রৈমাসিক নিউজলেটার (ট্রেড ফর চেঞ্জ) এর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/এএ