রাজবাড়ী নাটমন্দির সমৃদ্ধ ভবন থেকে ডিসি অফিস অন্যত্র স্থানান্তর করে নাটমন্দির ভবন ও ভবন সংলগ্ন এলাকা প্রত্নস্থল হিসেবে সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে দেশের ৫১৮টি সংরক্ষিত প্রত্নস্থলের পূর্ণাঙ্গ তালিকা তৈরী করে কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপন করার সুপারিশ করা হয়। প্রকৃত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংস্কৃতি সেবীদের নিয়ে জেলা শিল্পকরা একাডেমির নির্বাহী কমিটি গঠনের সুপারিশ করে কমিটি।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ২০তম বৈঠক এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি)। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, কাজী কেরামত আলী, অসীম কুমার উকিল, সুবর্ণা মুস্তাফা এবং সেলিনা ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে জেলা শিল্পকলা একাডেমির পূর্ণাঙ্গ কার্যনিবাহী কমিটি গঠনের অন্তরায় ও এর থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি এ বিষয়ে জেলা কালচারাল অফিসারকে অধিকতর দায়িত্বপ্রদানের সুপারিশ করে। একইসঙ্গে জেলার প্রকৃত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংস্কৃতি সেবীদের একাডেমির সদস্য হিসেবে অন্তর্ভূক্তকরার সুপারিশ করা হয়।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ২০২১-২০২২ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় ১৮টি প্রত্নতাত্ত্বিক সাইটে সংস্কার সংরক্ষণ ও মেরামত কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রচারণার অংশ হিসেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ৯টি ব্রোশিয়ার ও ৯টি ভিডিও ডকুমেন্টারি প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। ২য় ধাপে অধিদপ্তরের আরো ৯টি ব্রোশিয়ার ও ৮টি ভিডিও ডকুমেন্টারি তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।
বৈঠকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল