জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ শুক্রবার সকাল থেকে সারা দেশে বাস-ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিকরা। ফলে রাজধানীসহ সারা দেশেই সাধারণ মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।
এদিকে, জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি আদায় না হলে চলমান ধর্মঘট আগামী রবিবার পর্যন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি।
সরকার ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানালেও তাতে সাড়া দিচ্ছেন না পরিবহন মালিক ও শ্রমিকরা। তাদের পক্ষ থেকে জানানো হয়, রবিবারের আগে ধর্মঘট প্রত্যাহারের সম্ভাবনা নেই।
গত বুধবার (৩ নভেম্বর) রাতে জ্বালানি তেলের দাম ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন