হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেলে মহিবুল্লাহ বাবুনগরীকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
মুহিবুল্লাহ বাবুনগরীর নিকটায়ত্মীয় মুফতি মোহাম্মদ বলেন, ‘অসুস্থতার কারণে হেফাজতে ইসলামের আমিরের শারীরিক অবস্থা খুবই দুর্বল। তাই চিকিৎসকরা ওনাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছেন। চিকিৎসকদের পরামর্শে শনিবার বিকেলে তিনি নগরীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি হন।’
প্রসঙ্গত, হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী বার্ধক্য জনিত নানান রোগে ভুগছেন। তার ডায়াবেটিক, উচ্চ রক্তচাপসহ শারীরিক নানান জটিলতা রয়েছে। সম্প্রতি জ্বরের কারণে তিনি হাসপাতালে ভর্তি হন। সুস্থ হয়ে বাবুনগর মাদ্রাসায় ফিরলেও শারীরিক দুর্বলতার কারণে শনিবার ফের তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন