বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টার প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার বিকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং শুভানুধায়ীরা অংশগ্রহণ করেন।
সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ফিরদাউস সোহাগ, ডিবিসি নিউজের ব্যুরো প্রধান অপূর্ব অপু, বরিশাল সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ।
বসুন্ধরা এমডিকে হত্যাচেষ্টা, আটক সেই যুবকের ভিডিও