তাজিকিস্তানের রাষ্ট্রপতি ইমোমালি রাহমনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম। গত বুধবার আনুষ্ঠানিকভাবে এটি পেশ করা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ৩ নভেম্বর রাজধানী দুশানবেতে আনুষ্ঠানিকতার পরে সংক্ষিপ্ত আলোচনাকালে প্রেসিডেন্ট রাষ্ট্রদূতের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন এবং বাংলাদেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে তাঁর ব্যক্তিগত শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দিতে অনুরোধ করেন।
এছাড়া তাজিকিস্তানের রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ রাষ্ট্রদূতের সহায়তা কামনা করেন। এসময় রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান আর্থসামাজিক অগ্রগতির বিষয়ে তাজিক রাষ্ট্রপতিকে অবহিত করেন। তাকে তৈরি পোশাকশিল্প, ওষুধশিল্প, পাট, চামড়া ও অন্যান্য শিল্প খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জনের ব্যাপারেও জানান।
বিডি-প্রতিদিন/শফিক