ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫১ প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস আগামী ৮ নভেম্বর, সোমবার। ‘সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে আইডিইবি। শনিবার দুপুরে আইডিইবি ভবনে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সভাপতি একেএমএ হামিদ। এসময় সহ-সভাপতি একেএম আবদুল মোতালেব, যুগ্ম সম্পাদক মো. ফজলুর রহমান খান, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মো. ইদরীস আলী, অর্থ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, প্রচার সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- ৮ নভেম্বর কেন্দ্রীয়ভাবে ঢাকায় আইডিইবি ভবনে এবং সকল জেলায় র্যালি-সমাবেশ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার-ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি, ৯ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত প্রতিপাদ্যের আলোকে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে সেমিনার, আলোচনা এবং নবীন প্রবীণ সদস্য প্রকৌশলীদের সমাবেশ। ১৫ নভেম্বর ঢাকায় আইডিইবি ভবনে ‘সমৃদ্ধ বাংলাদেশ ও এসডিজি অর্জনে দক্ষতা’ বিষয়ক আলোচনার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপনী অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ