দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার মতো ন্যাক্কারজনক ঘটনায় সারাদেশে সাধারণ জুয়েলার্সদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটি এই হত্যাচেষ্টা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সকল দোষীদের স্বল্প সময়ের মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
রবিবার গণমাধ্যমে বাজুস সভাপতি এনামুল হক খান দোলন ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দেশের খ্যাতনামা ব্যবসায়ী সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টায় জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বাজুস আরও বলেছে, এশিয়ার অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির সদস্য সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার ষড়যন্ত্রে জড়িত একজনকে রাজধানীর ভাটারা থানা পুলিশ আটক করেছে। বিষয়টি খুবই উদ্বেগজনক। দেশের একজন স্বনামধন্য ব্যবসায়ীকে হত্যার নীলনকশা প্রতিহত করার জন্য বাজুসের পক্ষ থেকে পুলিশ বাহিনীকে সাধুবাদ জানাই।
বাজুস বলেছে, এই ন্যাক্কারজনক ঘটনার ফলে দেশের সাধারণ জুয়েলার্সদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারণ দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বাজুসের সদস্য হিসেবে বাংলাদেশের ইতিহাসে প্রথম গোল্ড রিফাইনারি স্থাপনসহ বিভিন্ন গঠনমূলক উদ্যোগ গ্রহণ করেছেন। তার এই উদ্যোগের ফলে জুয়েলারি খাতসহ দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন হবে বলে আমরা বিশ্বাস করি। তাই বাজুসের পক্ষ থেকে আমরা এই হত্যাচেষ্টা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সকল দোষীদের স্বল্প সময়ের মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
বিডি-প্রতিদিন/আবু জাফর/শফিক