বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার ঘটনায় সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার বেলা ১টার দিকে শহরের সম্মিলিত সাংবাদিক ঐক্য সাতক্ষীরার আয়োজনে এই সমাবেশ কর্মসূচি পালিত হয়।
সংগঠনটির হলরুমে সম্মিলিত সাংবাদিক ঐক্য সাতক্ষীরার আহ্বায়ক সুভাষ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা নাগরিক কমিটির আহবায়ক আনিচুর রহিম, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টর মিজানুর রহমান, দৈনিক কালের কণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মোশারাফ হোসেন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার নির্দেশদাতা হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে শারুন চৌধুরীকে দ্রুত গ্রেফতার করতে হবে। বসুন্ধরা গ্রুপ দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী। তাদের মাধ্যমে লাখ লাখ মানুষের কর্মসংস্থান ও জীবন জীবিকা পরিচালিত হচ্ছে। আর এ কারণে তাদের সুনামে ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী বারবার তাদের ক্ষতি করার চেষ্টা করে আসছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন