জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় প্রতি কিলোমিটারে দূরপাল্লার বাস ও মহানগরে ভাড়া বাড়িয়েছে সরকার। আর এ ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। রবিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় এ প্রজ্ঞাপন জারি করা হয়।
ভাড়া বাড়ানোর দাবিতে সারা দেশে তিন দিন ধরে চলা ধর্মঘটের মধ্যেই রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দপ্তরে এ বিষয়ে বৈঠক হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।
ব্রিফিংয়ে বলা হয়, ভাড়া বিষয়ে সোমবার (৮ নভেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। আর আজ রবিবার (৭ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, মহানগরে বাস ভাড়া সর্বনিম্ন ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সিএনজি চালিত বাস ভাড়া এর আওতায় আসবে না বলে জানানো হয়েছে।
এদিকে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে লঞ্চ মালিকদের দাবির মুখে ৩৫ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। পরিবহন ও লঞ্চের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর সারা দেশে চলমান পরিবহন ধর্মঘট ও লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করা হয়। রবিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকেই মহানগরসহ সারাদেশে পরিবহন ও লঞ্চ চলাচল শুরু করার সিদ্ধান্ত হয়।
বিডি প্রতিদিন/হিমেল