দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টার ঘটনায় পাবনার ব্যবসায়ী ও সাধারণ জনগণ মানববন্ধন করেছেন। সোমবার দুপুর ১২টার দিকে জেলার বেড়া রাজঘাট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ব্যবসায়ী নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একইসঙ্গে হত্যাচেষ্টায় জড়িত হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে শারুন চৌধুরীকে গ্রেফতারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যাচেষ্টার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। বসুন্ধরা গ্রুপ নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা সমাজের কীট। তাদের মুখোশ উন্মোচন করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন বেড়া ঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাব হোসেন, ব্যবসায়ী সাগর হোসেন, বেড়া ঘাট শ্রমিক নেতা হারুন অর রশিদ, বেড়া দোকান মালিক সমিতির নেতা সোলায়মানসহ স্থানীয় ব্যবসায়ী নেতা ও গণমান্য ব্যক্তিরা। এই মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া একইদিনে পাবনার নগরবাড়ি ঘাট এলাকায়ও মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় বসুন্ধরা এমডিকে হত্যাচেষ্টার প্রতিবাদে।
বিডি-প্রতিদিন/শফিক