দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টার পরিকল্পনাকারী হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে শারুন চৌধুরীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার চানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি ও মাহমুদুল হক শুভসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীর শুধু শিল্পপতিই নন একজন মানবদরদী মানুষও। করোনার সময় সারাদেশে খাদ্য সহয়তা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। সেই সাথে মানিকগঞ্জেও হাজার হাজার কর্মহীন লোকজনের মধ্যে খাদ্য সহয়তা দিয়েছেন।
এসময় সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানান বক্তারা। তারা এ ঘটনায় জড়িত হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে শারুন চৌধুরীকে দ্রুত গ্রেফতারেরও দাবি জানান।
বিডি-প্রতিদিন/শফিক