বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে নোয়াখালীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের নোয়াখালী জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক আবু নাছের মঞ্জু, এডভোকেট নুর হোসেন মাসুদ, আকাশ মোহাম্মদ জসিম প্রমুখ।
সায়েম সোবহান আনভীরকে হত্যার পরিকল্পনাকারী হুইপ সামছুল হক ও তার ছেলে শারুন চৌধুরীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান সাংবাদিকরা।
অনুষ্ঠানে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন