দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে খুলনার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যবসায়ী সংগঠন ও সচেতন নাগরিক সমাজ।
খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. মফিদুল ইসলাম টুটুলের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. ইসলাম খান, আবুল হাসান, মেসার্স আব্দুল রাজ্জাক আজিজের স্বত্বাধিকারী মো. আফরোজ, জনতা সিমেন্ট এজেন্সীর পরিচালক মো. সাদিউজ্জামান, সাউথ বেঙ্গলের এজিএম (সেলস) খন্দকার তাজরুল হাসান, বসুন্ধরা সিমেন্ট সেক্টরের খুলনা বিভাগী সেলস ম্যানেজার আব্দুল গোফুর সরকার, বসুন্ধরা সিমেন্ট সেক্টরের এ এস এম (সেলস) মো. জিয়াউর রহমান, এ এস এম (সেলস) মুশফিকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী পরিষদের সদস্য কৌশিক দে বাপী, খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক মাকসুদুর রহমান মাকসুদ, নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, অর্থ সম্পাদক মো: নাজমুল হোসেন, প্রচার সম্পাদক মো: সোলায়মান হোসেন।
বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র, মামলা, এমনকি হত্যা চেষ্টার ঘটনায় প্রমাণিত হয় যে দেশবিরোধী একটি চক্র বসুন্ধরা শিল্পগ্রুপের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বসুন্ধরা গ্রুপ নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা দেশ ও জাতির শত্রু। তাদের মুখোশ উন্মোচন করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হলে ব্যবসায়ী মহল থেকেই ওই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। মিছিল শেষে খুলনা প্রেস ক্লাব চত্তরে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. মফিদুল ইসলাম টুটুল।
বসুন্ধরা এমডিকে হত্যা চেষ্টার ঘটনাকে ‘ন্যক্কারজনক’ আখ্যায়িত করে তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে তরুণ ব্যবসায়িদের ‘আইকন’ হিসেবে পরিচিতি পেয়েছেন। এমন একজন স্বনামধন্য ব্যক্তিকে হত্যার চেষ্টা দুঃখজনক। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নেপথ্যের মূল পরিকল্পনাকারীদের গ্রেফতারের দাবি জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন