বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টার ঘটনায় রংপুরের সাংবাদিক সমাজ ক্ষুব্ধ হয়ে উঠেছে। এর প্রতিবাদের রংপুরের সাংবাদিক সমাজ মানববন্ধন করেছেন।
সোমবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপ এদেশে শুধু বৃহৎ শিল্পগোষ্ঠীই নয়। তারা সাংবাদিক বান্ধব। তাদের মিডিয়া গ্রুপ থেকে প্রকাশিত গণমাধ্যম এদেশের মানুষের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভবনার কথা দেশবাসির নিকট দায়িত্বশীলতার সাথে তুলে ধরছে। সাংবাদিক বান্ধব বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে হত্যার প্রচেষ্টা সাংবাদিক সমাজ কখনোই মেনে নিবে না। বক্তারা এই ঘটনার অন্তরালে যারা রয়েছেন তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনা না হলে রংপুরের সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাজ্জাদ হোসেন বাপ্পি, এনটিভি’র বিভাগীয় প্রতিনিধি ও প্রেসক্লাবের সংস্কৃতি বিষয়ক সম্পাদক একেএম মইনুল হক, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, রিপোর্টাস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, যমুনা টিভির বিভাগীয় প্রধান সরকার মাজহার মান্নান, নিউজ-২৪ এর বিভাগীয় প্রধান রেজাউল করিম মানিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের রংপুরের সাধারণ সস্পাদক মমিনুল ইসলাম রিপন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বিভাগীয় সভাপতি আশরাফ হোসেন কিরন, রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আদর রহমান, দৈনিক দাবানলের বার্তা সম্পাদক জিএম জয়, সাংবাদিক মোহাম্মদ আলী, রবিউল ইসলাম দুখু, মামুনুর রশিদ, সহিদুল ইসলাম মানিক, প্রমুখ। মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক রংপুর নজরুল মৃধা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন