করোনাভাইরাসের চিকিৎসায় দেশে মলনুপিরাভির অ্যান্টিভাইরাল ট্যাবলেট জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।
গত সপ্তাহে প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য এই ট্যাবলেট ব্যবহারের অনুমোদন দিয়েছে। এ ট্যাবলেট তৈরি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি মার্ক ও রিজব্যাক বায়োথেরাপিউটিক।
রাজধানীর ওষুধ প্রশাসন অধিদপ্তরে মাহবুবুর রহমান জানিয়েছেন, বেক্সিমকো ও এসকেএফকে মলনুপিরাভির জরুরি বাজারজাতের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া অনুমোদনের তালিকায় আছে আরও আটটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্র আরও জানায়, মলনুপিরাভির উৎপাদনে অন্তত ১০টি উৎপাদক প্রতিষ্ঠান আবেদন করেছে। প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
বিডি প্রতিদিন/ফারজানা