দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন সাংবাদিক সমাজ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষও সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি শিল্পপতি। সেই জায়গায় একজন শিল্পপতিকে হত্যার পরিকল্পনা অবিলম্বে হত্যার চেষ্টা দেশের অর্থনীতিকে পঙ্গু করার সামিল। শুধু আনভীর নয় দেশের কোন নাগরিককে এভাবে হত্যার চেষ্টা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানায় তারা।
মানববন্ধনে দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইদ্রিস আলী, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি দিনাজপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর, দিনাজপুর কৃষক সমিতির সাধারণ সম্পাদক দয়ারাম রায়, কালের কন্ঠের জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ও দিনাজপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম, দিনাজপুর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি জাফর আলী, প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউর রহমান রাজু, মাই টিভির জেলার প্রতিনিধি ও দিনাজপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য মুকুল চ্যাটার্জি, দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি কুরবান আলী, বাংলানিউজ ২৪এর দিনাজপুর জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি বিপুল সরকার সানি, কালের কণ্ঠের বোচাগঞ্জ উপজেলা প্রতিনিধি রাসেল ইসলাম, কালের কণ্ঠ শুভসংঘের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন পারভেজ, সাহিত্য সম্পাদক সওকত আকবর, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি ইউসুফ আলী, নব চেতনার দিনাজপুর জেলা প্রতিনিধি আব্দুল সাত্তার প্রমুখসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।
বিডি প্রতিদিন/আরাফাত