এসএসসি পরীক্ষা শুরুর পরপরই শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, ‘এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। তবে একটি চক্র গুজব রটানোর চেষ্টায় আছে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর। কাউকে পাওয়া গেলে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।’
কিন্তু সেই গুজব রটিয়ে ইতোমধ্যে টাকা হাতিয়ে নিয়েছে দুটি দুটি চক্র। এই অভিযোগে দুই চক্রের একাধিক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ রবিবার গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
তিনি বলেন, ‘চলমান এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুটি চক্রের একাধিক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আজ বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ