প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষের ভাগ্য বদল সম্ভব, সেটা এখন প্রমাণিত। এক দশকে বিশ্ব দরবারে দেশকে এগিয়ে নিয়ে গেছে আওয়ামী লীগ।
সোমবার সংসদের সাধারণ আলোচনায় সাম্প্রতিক বিদেশ সফরের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস মোকাবেলায় আমাদের যে সাফল্য, তা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আমি এটাও বলে এসেছি, আমরা নিজেরা ভ্যাকসিন তৈরি করতে চাই। ভ্যাকসিন তৈরি করার যে বাধাগুলো আছে, সেগুলো আপনাদের সরিয়ে দিতে হবে।
করোনার টিকা যেন সর্বজননীন হয়, সেজন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানানোর কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, টিকা উন্মুক্ত করতে হবে। এটা জনগণের প্রাপ্য। জনগণের সম্পদ হিসেবে দিতে হবে। সারাবিশ্বে কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে দূরে না থাকে। আমাদের সুযোগ দিলে আমরা উৎপাদন করবো। আমরা বিশ্বে দিতে পারবো। সে সক্ষমতা আমাদের আছে। জমিও নিয়ে রেখেছি। এভাবে উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছি।
বিডি প্রতিদিন/আরাফাত