প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় প্রাণহানির ঘটনাগুলো নির্বাচন ইস্যুতে হয়েছে কি না, খতিয়ে দেখা হবে।’
দেশব্যাপী চলমান ইউপি নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য তুলে ধরতে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিকাল ৪টায় সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। রাজধানীতে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার উপস্থিত ছিলেন না।
সিইসি বলেন, ‘গণমাধ্যমের খবর অনুযায়ী- সারাদেশে নির্বাচনী সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে এসব প্রাণহানির ঘটনার সবগুলো নির্বাচনী সংঘর্ষের কারণে হয়েছে কি না, তা অনুসন্ধানের দাবি রাখে। এর মধ্যে মাত্র কয়েকটি ঘটনা ভোটকেন্দ্রে বা ভোটের দিন ঘটেছে। কোনো ঘটনা নির্বাচনী তফসিল ঘোষণার আগেই ঘটেছে আবার কোনোটা রাতের আঁধারে ঘটেছে, এসব হত্যার মোটিভ কী তা তত্ত্বের বিষয়।’
তিনি বলেন, ‘নির্বাচনকে ঘিরে কয়েকটি স্থানে হতাহতের ঘটনা ঘটেছে। তার কোনোটাই প্রত্যাশিত ও কাম্য নয়। ঘটনাগুলোর ওপর বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে, এর পেছনে ছিল নির্বাচন সামনে রেখে আধিপত্য বিস্তার, বংশীয় প্রভাব, ব্যক্তিগত শত্রুতা ও রাজনৈতিক কোন্দল।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ