প্রতিদিন ৪ হাজার বাংলাদেশিকে সৌদি আরবের ভিসা দিচ্ছে রাজধানী ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আলদুহাইলান আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরবের ১৫ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা হস্তান্তর অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, ‘করোনার পর এখন ঢাকার দূতাবাস থেকে ভিসা প্রদানের হার বেড়েছে। প্রতিদিন ৪ হাজার ভিসা দিচ্ছে সৌদি দূতাবাস। এক দিনে ৮ হাজার ৬০০ ভিসাও দেওয়া হয়েছে।’
প্রথমবারের মতো সৌদি সরকার বাংলাদেশকে উপহার হিসেবে ১৫ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে। মূলত, সৌদির কিং সালমান হিউম্যানেটারিয়ান অ্যান্ড রিলিফ সেন্টারের তহবিল থেকে বাংলাদেশকে এসব টিকা দেওয়া হয়েছে। টিকা ছাড়াও কিছু চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেছে সৌদি সরকার।
টিকার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া ও সৌদির কিং সালমান হিউম্যানেটারিয়ান অ্যান্ড রিলিফ সেন্টারের পরিচালক আব্দুল্লাহ আল ওয়াদি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ