৮ ডিসেম্বর, ২০২১ ১৯:৩৯

২৪ ঘণ্টায় আরও ৬০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক

২৪ ঘণ্টায় আরও ৬০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৬০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আক্রান্তদের মধ্যে রাজধানীতে ৩৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ২৭ জন ভর্তি হন। এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৪ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় রাজধানীর হাসপাতালে ভর্তি হওয়া ৩৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে ২২ জন ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন। 

এছাড়া ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন। এ নিয়ে চলতি বছর সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৩৯ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৫০৫ জন বলেও স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর